রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে তিন শতাধিক মায়েদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

সখীপুরে তিন শতাধিক মায়েদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

 

ইসমাইল হোসেন:
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় টাঙ্গাইলের সখীপুর পৌরসভার তিন শতাধিক ভাতাভোগী মায়েদের মধ্যে স্বাস্থ্য সেবা জোরদার করার জন্য হেলথ ক্যাম্প ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, পৌর মেয়র আবু হানিফ অাজাদ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সবুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভিন মিনা,  মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -