সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ছয়

সখীপুরে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ছয়

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে তিন সাজাপ্রাপ্তসহ ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত উপজেলার কুতুবপুর গ্রামের ফন্নু মিয়ার ছেলে ফজর আলী (৫৫), মারামারি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত বহুরিয়া চতলবাইদ গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে জজ মিয়া (৬২), পারিবারিক মামলায় ১ মাসের সাজাপ্রাপ্ত নলুয়া গ্রামের সেলিম আকন্দের ছেলে মনিরুজ্জামান (৩২) এবং বন মামলায় বোয়ালী গ্রামের সায়েদ আলীর ছেলে মোঙলা, একই গ্রামের নৈয়ম উদ্দিনের ছেলে হুরমুজ আলী ও গোহাইল বাড়ি গ্রামের শহিদ আবদুল আজিজের ছেলে ফরিদ হোসেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জনকে গ্রেফতার করে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -