এম সাইফুল ইসলাম শাফলু :
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে থানা কমিউনিটি পুলিশিং প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সখীপুর থানা এ সম্মেলনের আয়োজন করে। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ রেনুবর রহমানের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও মৌসুমী সরকার রাখী, ওসি মাকছুদুল আলম, উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, পৌর মেয়র আবু হানিফ আজাদ, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সকল ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর বৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বারগণসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।