সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeজাতীয়সখীপুরে দরিদ্রদের পাশে কালিয়ান মানব কল্যাণ ক্লাব

সখীপুরে দরিদ্রদের পাশে কালিয়ান মানব কল্যাণ ক্লাব

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে সখীপুরের কালিয়ান গ্রামে আজ শুক্রবার সকালে ৩০জন দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করে কালিয়ান মানব কল্যাণ ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন কালিয়ান উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও টাঙ্গাইল দি সিটি হসপিটালের চেয়ারম্যান জনাব কামরুজ্জামান (কামরুল), কালিয়ান উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মৌলবী মোঃ ওমর ফারুক, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুজ্জামান (সবুজ), ক্লাবের উপদেষ্টা আসলাম সিকদার নবেল, মোঃ খোকন, ভারপ্রাপ্ত সভাপতি সাঈদ আজাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি আরিফুল ইসলাম, ক্লাবের সদস্যবৃন্দসহ অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, গত ঈদ-উল-আযহার সময়ও ৫৫ জন দরিদ্রদের মাঝে দুধ, চিনি ও সেমাই বিতরণ করে সহযোগীতা করেছিল কালিয়ান মানব কল্যাণ ক্লাব। ভবিষ্যতেও এ ধরনের সেবামুলক কাজে দরিদ্রদের পাশে থাকবে বলে অাশাবাদী এ ক্লাবের সদস্যরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -