এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২১ জন হতদরিদ্রদের মাঝে ৫ লক্ষ ৬০ হাজার টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়। বুধাবার দুপুরে স্থানীয় সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা হলরুমে এ ঋণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার,জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল,সমাজসেবা অফিসার শাহাদত হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।