ইসমাইল হোসেন:
টাঙ্গাইলের সখীপুরে সিআইজি সদস্যদের নিয়ে দিনব্যাপি মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে ‘ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট’ (ঘঅঞচ) এর অর্থায়নে স্থানীয় প্রাণি সম্পদ কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এস এম উকিল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভিন মিনা, ভেটেনারী সার্জন ডা. শফিকুল ইসলাম, ডা. একরামুল হকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে উপজেলার গজারিয়া ও বহুরিয়া ইউনিয়নের ৩০ জন মুরগী পালনকারী উদ্যেক্তা অংশ গ্রহণ করে।