এম সাইফুল ইসলাম শাফলু:
সখীপুরে অসহায়, গরিব ও অস্বচ্ছল ৬১ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয় এসব সামগ্রী (ত্রাণ) বিতরণ করেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ৬১ পরিবারকে ৮০ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য বান্ডিলপ্রতি নগদ তিন হাজার করে টাকা দেওয়া হয়।