এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সখীপুর উপজেলার কচুয়া বাজারের পাশে চামড়ার গুদামের সামনে থেকে ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতিয়া হিজলিপাড়া এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে আ: লতিফ ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার ছিটালপাড়া এলাকার মো: রমজান আলীর ছেলে মো: শাহজামাল নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নীল রঙের পলিথিনের ব্যাগ ভর্তি দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে টাঙ্গাইল ও ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকায় মাদক সেবীদের চাহিদা অনুযায়ী দীর্ঘদিন ধরে তারা পাইকারী ও খুচরা গাঁজার ব্যবসা করে আসছিলো।