নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ী ও মুদি দোকানদার দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামে রাস্তার উপর তাদের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এর আগে বুধবার (১৯ জুলাই) রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা করছে এলাকাবাসী ও তাদের স্বজনরা।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামে আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) এবং নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।
পরিবার ও স্থানীয়রা জানান, শাহজালাল ও মজনু বাঘেরবাড়ি বাংলা বাজারে মুদি দোকান ও বিকাশের ব্যবসা করত। বুধবার রাতে দোকান বন্ধ করে ওই দুজন বাড়ির উদ্দেশে রওনা হয়। পরে তারা আর বাড়িতে ফিরেনি। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তায় তাদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
ওসি রেজাউল করিম জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।