এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে নিয়মিত মামলায় দুই নারীসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন-উপজেলার কুতুব গ্রামের মৃত ছফদের আলীর ছেলে মাজেদ আলী, তাঁর স্ত্রী ভানু বেগম এবং একই গ্রামের হামিদ আলীর স্ত্রী সুফিয়া বেগম।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।