শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সখীপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ২৫ পিস ইয়াবা ও ২১ পুরিয়া হেরোইনসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সখীপুর পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রী গুরুপদ সরকারের ছেলে শ্রী রঞ্জিত সরকার এবং ৪ নম্বর ওয়ার্ডের আবদুল হাইয়ের ছেলে সবুজ মিয়া।
সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই শামসু বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় রঞ্জিত ও সবুজকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -