এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে ৬২ পিছ ইয়াবাসহ সুমন মিয় (২৮) এবং নাজমুল হোসেন (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার কচুয়া এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। সুমন পৌর এলাকার নূর মোহাম্মদের ছেলে এবং নাজমুল কচুয়া এলাকার জিন্নাহ মিয়ার ছেলে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের নামে মাদক আইনে মামলা হয়েছে। আসামীদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।