এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে দুই মাদক ব্যবসায়ীসহ ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ৮ বোতল চোলাইমদসহ উপজেলার বহেড়াতৈল গ্রামের বলদেস সরকারের ছেলে শ্রী হরিলাল সরকার (৫০), ১৫পিস ইয়াবাসহ কালিদাস দক্ষিণপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২৫) এবং বনের গাছ কাটার মামলায় বেড়বাড়ী নামাপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে কুজু মিয়া, কাকড়াজানের বুড়িরচালা গ্রামের হায়দার আলীর ছেলে মিন্টু মিয়া, তার ছেলে শাহাদত হোসেন, শোলাপ্রতিমা গ্রামের হামেদ আলীর ছেলে আবদুর রহমান, পৌরসভার গান্ধিনাপাড়া এলাকার ছানোয়ার হোসেনর ছেলে শহিদ মিয়া এবং সখীপুর পূর্বপাড়া গ্রামের মহিম উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের রোববার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।