রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে দুই শতাধিক দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ

সখীপুরে দুই শতাধিক দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ইসমাইল হোসেন:  টাঙ্গাইলের সখীপুরে দুই শতাধিক দুস্থ্য, অসহায় ও হত দরিদ্র্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়চওনা বাজারে“ এগিয়ে যাও বন্ধু আড্ডা ও গান” অনলাইন গ্রুপ এ শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে। বিতরণ অনুষ্ঠানে কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম সরকার লালের সভাপতিত্বে বড়চওনা বাজার বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ইউসুফ আলী ভূঁইয়া, জাহিদ হাসান, সবুজ আহম্মেদ, স্থানীয় ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কম্বল পাওয়া বয়োবৃদ্ধ নারী-পুরুষদের অনেকের ভাষ্যমতে, তারা খুবই মানবেতর জীবন যাপন করছেন। গরীব মানুষের কথা ভেবে পাশে দাঁড়ানোর জন্য মহতী কাজের প্রশংসা করেন তারা।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -