ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে দুই শতাধিক দুস্থ্য, অসহায় ও হত দরিদ্র্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়চওনা বাজারে“ এগিয়ে যাও বন্ধু আড্ডা ও গান” অনলাইন গ্রুপ এ শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে। বিতরণ অনুষ্ঠানে কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম সরকার লালের সভাপতিত্বে বড়চওনা বাজার বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ইউসুফ আলী ভূঁইয়া, জাহিদ হাসান, সবুজ আহম্মেদ, স্থানীয় ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কম্বল পাওয়া বয়োবৃদ্ধ নারী-পুরুষদের অনেকের ভাষ্যমতে, তারা খুবই মানবেতর জীবন যাপন করছেন। গরীব মানুষের কথা ভেবে পাশে দাঁড়ানোর জন্য মহতী কাজের প্রশংসা করেন তারা।