সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে একই রাতে দুই সহপাঠির বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ বাল্যবিয়ের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মহানন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী উপজেলার কাকড়াজান ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সাইদ আলীর মেয়ে শারমিন আক্তার সুমী’র (১৩) সাথে সহপাঠি একই ইউনিয়নের তারাকুড়ি গ্রামের আবদুল খালেকের ছেলে আতিকুর রহমান আতিকে’র (১৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাতে তাদের দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে সুমির পরিবারের লোকজন আতিককে আটক করে রাখে। পরে ওই রাতেই স্থানীয় ইউপি মেম্বারসহ উভয়পক্ষের সম্মত্তিতে ওই দুই অপ্রাপ্তবয়স্ক সহপাঠির বাল্যবিয়ে সম্পন্ন করা হয়।
মহানন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজ উদ্দিন বলেন, শনিবার থেকে তাদেরকে বিদ্যালয়ে অনুপস্থিত পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি তাদের বিয়ে হয়ে গেছে। পরে তিনি এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান।
কাকড়াজান ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের দায়িত্বে থাকা কাজী শহীদ বলেন, ওই দুই সহপাঠির বাল্যবিয়ে রেজিস্ট্রি’র বিষয়ে আমার কাছে ফোন করলে আমি বিয়ে বন্ধ রাখার অনুরোধ করি। পরে তারা রেজিস্ট্রি ছাড়াই মৌলভী দিয়ে বিয়ে সম্পন্ন করেন।