শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে দুই সহোদরসহ গ্রেফতার তিন

সখীপুরে দুই সহোদরসহ গ্রেফতার তিন

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে বন ও জিআর মামালায় ওয়ারেন্টভূক্ত দুই সহোদরসহ তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বন মামলায় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের দুই সহোদর মোহাম্মদ আলীর ছেলে মো. আনোয়ার হোসেন ও বাচ্ছু মিয়া এবং  জিআর মামলায় কালিয়া ইউনিয়নের খলিয়ারবাইদ গ্রামের রাজা মামুদ কুণ্ঠার ছেলে মো. আলেক হোসেন (৫০)। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, বন ও জিআর মামলার ওয়ারেন্টভূক্ত তিন আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -