এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে দুলাল হোসেন হত্যাকান্ডে আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুচারিয়া পাথার জয়বাংলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইছাদিঘী ও মুচারিয়া পাথার এলাকার প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধন শেষে জামাল হোসেনের সভাপতিত্বে আসাদুজ্জামান লিটন, মোনায়েম খাঁ, খলিলুর রহমান, আদম খান, দুলাল হোসেনের স্ত্রী জরিনা আক্তার ,ছোট ভাই আবদুল কাদের ও শ্বশুড় জলিল মিয়া বক্তব্য দেন। এ সময় বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত: দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ থাকায় উপজেলার মুচারিয়া পাথার গ্রামের জামাল হোসেন ও আবুল হোসেনের সঙ্গে গত ৯ আগস্ট বুধবার বিকেলে সংঘর্ষ বাঁধে। এ সময় জামালের ছোট ভাই দুলাল হোসেন (৩৮) গুরুতর অবস্থায় গত ২০ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের বড়ভাই জামাল মিয়া বাদী হয়ে ওই গ্রামের আবুল হোসেনসহ ১৮ জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন।