মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়সখীপুরে দুলাল হত্যাকান্ড; আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

সখীপুরে দুলাল হত্যাকান্ড; আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে দুলাল হোসেন হত্যাকান্ডে আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুচারিয়া পাথার জয়বাংলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইছাদিঘী ও মুচারিয়া পাথার এলাকার প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধন শেষে জামাল হোসেনের সভাপতিত্বে আসাদুজ্জামান লিটন, মোনায়েম খাঁ, খলিলুর রহমান, আদম খান, দুলাল হোসেনের স্ত্রী জরিনা আক্তার ,ছোট ভাই আবদুল কাদের ও শ্বশুড় জলিল মিয়া বক্তব্য দেন। এ সময় বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত: দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ থাকায় উপজেলার মুচারিয়া পাথার গ্রামের জামাল হোসেন ও আবুল হোসেনের সঙ্গে গত ৯ আগস্ট বুধবার বিকেলে সংঘর্ষ বাঁধে। এ সময় জামালের ছোট ভাই দুলাল হোসেন (৩৮) গুরুতর অবস্থায় গত ২০ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের বড়ভাই জামাল মিয়া বাদী হয়ে ওই গ্রামের আবুল হোসেনসহ ১৮ জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -