বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

সখীপুরে দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে অসহায় গরিব-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিতরণ অনুষ্ঠানে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত উপজেলার বিভিন্ন গ্রামের ৫৫ জন উপকারভোগীদের মাঝে ৬২ বান্ডিল ঢেউটিন ও ১লাখ ৮৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এরশাদুল আলম, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -