বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে দুস্থ ও অসহায়দের মাঝে কচুয়া অনলাইনের ঈদ সামগ্রী বিতরণ

সখীপুরে দুস্থ ও অসহায়দের মাঝে কচুয়া অনলাইনের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সখীপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘কচুয়া অনলাইন নিউজ’ এর আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১১ জুন) বিকেলে উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় পাঁচশত দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী হিসেবে দুধ, চিনি ও সেমাই বিতরণ করেন।

কচুয়া অনলাইনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব ইদ্রিস আলী সিকদারের সভাপতিত্বে এবং মাইনুল ইসলাম মুক্তার সঞ্চালনায় কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলা মিয়া, ফজলুল হকসহ বিশিষ্ট ব্যক্তি বর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইনটির সহ সভাপতি কাজী সোমায়মান মুন্না ও সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান বলেন বলেন, আমরা প্রতি বছরের ন্যয় এবারও দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী দিতে পেরে খুশি হয়েছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -