রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeজাতীয়সখীপুরে ধর্ষক বাদলের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

সখীপুরে ধর্ষক বাদলের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে ৬ মাস ১৭ দিন আটকে রেখে কলেজছাত্রী ভাতিজিকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত চাচা ধর্ষক বাদল মিয়া’র দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে প্রায় তিন সহস্রাধিক শিক্ষক- শিক্ষার্থী। সোমবার দুপুর ১২টায় ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ সখীপুর উপজেলা শাখার আয়োজনে স্থানীয় মুখতার ফোয়ারা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা লেডিস ক্লাবের সদস্যরা, সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ, পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজ, সূর্যতরণ শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ, সখীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, ক্রীড়া ব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু, অধ্যাপিকা মুসলিমা খাতুন, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, কাইয়ুম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: উপজেলার রতনপুর কাশেমবাজার গ্রামের দরবেশ আলীর ছেলে দুই সন্তানের জনক চাচা বাদল মিয়া কলেজ ছাত্রী ভাতিজিকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে গত ১১ জানুয়ারি ভোরে বাড়ি থেকে নিয়ে যায়। পরে ওই ছাত্রীকে তার চাচা’র (বাদল মিয়ার) পরিত্যক্ত একটি নির্জন বাড়িতে নিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ ও নেশা জাতীয় খাবার খাইয়ে দীর্ঘ ৬ মাস ১৭ দিন আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় ৪ আগস্ট দুপুরে মির্জাপুর উপজেলা এলাকা থেকে টাঙ্গাইল ডিবি পুলিশ ধর্ষক বাদল মিয়াকে গ্রেফতার করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -