এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে কলেজ ছাত্রী ভাতিজিকে ৬ মাস ১৭ দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় গ্র্রেফতারকৃত চাচা বাদল মিয়ার দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে তক্তারচালা বাজারে হাতীবান্ধা ইউনিয়ন ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে গ্রেফতারকৃত ধর্ষক বাদল মিয়ার দ্রুত ফাঁসি’র দাবিতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব আহমেদের সভাপতিত্বে হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবীন হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সুলতান শরীফ পান্না, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু নরেশ চন্দ্র সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ সরকার, সাধারণ সম্পাদক সজীব আহমেদ প্রমূখ বক্তব্য দেন। এ সময় হাতিবান্ধা ইউনিয়ন ছাত্রলীগ, তক্তারচালা সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়, ফ্রেন্ডস ক্লাব, তক্তারচালা দাখিল মাদরাসা, এফএনএ ক্লাব, শিশু কুঞ্জ শিক্ষাঙ্গণ এবং বিডিসি ক্লাবের প্রায় দুই সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: উপজেলার রতনপুর কাশেমবাজার গ্রামের দরবেশ আলীর ছেলে দুই সন্তানের জনক চাচা বাদল মিয়া কলেজ ছাত্রী ভাতিজিকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে গত ১১ জানুয়ারি ভোরে বাড়ি থেকে নিয়ে যায়। পরে ওই ছাত্রীকে তার চাচা’র (বাদল মিয়ার) পরিত্যক্ত একটি নির্জন বাড়িতে নিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ ও নেশা জাতীয় খাবার খাইয়ে দীর্ঘ ৬ মাস ১৭ দিন আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় ৪ আগস্ট দুপুরে মির্জাপুর উপজেলা এলাকা থেকে টাঙ্গাইল ডিবি পুলিশ ধর্ষক বাদল মিয়াকে গ্রেফতার করে।