এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল মান্নান ও আনসার আলী আসিফ শপথ গ্রহণ করেছেন। বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমিন এ শপথ বাক্য পাঠ করান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। একই সময় ওই দুই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী।
প্রসঙ্গত: ১৬ এপ্রিল উপজেলার গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে গজারিয়া ইউনিয়নে আ.লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মো. আবদুল মান্নান মিয়া এবং দাড়িয়াপুর ইউনিয়নে আ.লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আনসার আলী আসিফ বিজয় লাভ করেন।