এম সাইফুল ইসলাম শাফলু: সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন এ উপলক্ষে সকাল থেকে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বঙ্গবন্ধু বিষয়ক আলোচনাসভা, কাঙ্গালিভোজ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, যুব ঋণ বিতরণ, মিলাদ মাহফিল, মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলার সকল সরকারি ও আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ দিন ব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুস সালাম খান, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, পৌর মেয়র আবু হানিফ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ, ব্যবসায়ী সরকার আরিফুজ্জামান ফারুক, ওসি এসএম তুহীন আলী, অধ্যক্ষ সাঈদ আজাদ, ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনাসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।