সখীপুরে নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন

0
117

এম সাইফুল ইসলাম শাফলু: ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্থানীয় মুখতার ফোয়ারা চত্ত্বরে এ মানববন্ধন পালন করা হয়।

মানবন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, তাহমিনা পারভীন মিনা, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, কৃষিকর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া, নির্বাচন কর্মকর্তা নজরুর ইসলাম খান, সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপপা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্ আলম মিয়া, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সুবহান প্রমুখ উপস্তিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।