নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে সমাজ উন্নয়নমূলক সংগঠন “নিউস্টার ক্লাবে”র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা যাদবপুর নাকশালাবাজার ক্লাব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এম সাইফুল ইসলাম শাফলুকে সভাপতি ও সাজিদুর রহমান সাজুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সম্মেলন কমিটির আহবায়ক সাইফুল ইসলাম তাহেরের সভাপতিত্বে এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. সৈয়দ আলী, সাবেক সভাপতি বায়েজিদ শিকদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাব হোসেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।