এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রী জনতা আক্তারকে (১৬) এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। জনতা আক্তার উপজেলার বড়চওনা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে এবং বড়চওনা উচ্চ বিদ্যালয় থেকে এবার মানবিক বিভাগে ৪.৩৬ পেয়ে এসএসসি পাশ করেছে। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ প্রায় বাবা জয়নাল আবেদীন।
জানা যায়, ১৩ মার্চ বিকেলে জনতা আক্তারকে বাড়িতে রেখে শারিরীক প্রতিবন্ধী বাবা জয়নাল আবেদীন বড়চওনা বাজারে বাজার করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে জনতাকে বাড়ি দেখতে না পেয়ে সকল আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুজি করে। পরের দিন জনতার নিখোঁজের বিষয়ে তার বাবা জয়নাল আবেদীন সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন ।
জনতার বাবা জয়নাল আবেদীন বলেন, স্ত্রী মারা গেছে অনেক আগে। একমাত্র মেয়ে জনতাই বাড়ি দেখাশুনা করতো। মেয়েকে উদ্ধারে পুলিশের সার্বিক সহযোগিতা চাই।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, জনতাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।