মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে নিখোঁজ স্কুলছাত্রীকে তিনদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

সখীপুরে নিখোঁজ স্কুলছাত্রীকে তিনদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে মা-খালার সাথে ঈদের বাজার করতে এসে তিনদিন ধরে নিখোঁজ রয়েছে স্কুল ছাত্রী ফারিহা আক্তার (১৩)। শুক্রবার বিকেলে সখীপুর পৌরসভার ফাহিম সুপার মার্কেটের সামনে থেকে সে নিখোঁজ হয়। ফারিহা আক্তার ঘাটাইলের সাগরদিঘী এলাকার ফরহাদ হোসেনের মেয়ে এবং সাগরদিঘী উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডায়েরি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বিকেলে ঈদ উপলক্ষে মা-খালার সঙ্গে সখীপুরে শপিং করতে আসে। জামা-কাপড় কেনার জন্য ফাহিম সুপার মার্কেটে ঢুকার সময় ফারিহা পেছনে পড়ে। এর কিছুক্ষণ পর থেকেই ফারিহা আক্তারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফারিহার বাবা ফরিদ হোসেন অভিযোগ করে বলেন, তিনদিন আগে আমার মেয়ে নিখোঁজ হলেও পুলিশ এখনও আমার মেয়ের কোন সন্ধান দিতে পারেনি। তিনি আরও বলেন, মেয়েকে হারিয়ে আমার স্ত্রী এখন পাগল প্রায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ফারিহাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। মোবাইল ফোন ব্যবহার করলে তাকে দ্রুত উদ্ধার করা যেতো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -