মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeজাতীয়সখীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃর্তক মোবাইল কোর্ট অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন

সখীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃর্তক মোবাইল কোর্ট অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন

এম সাইফুল ইসলাম শাফলু :

টাঙ্গাইলের সখীপুরে মাদক, যৌন হয়রানি, বাল্যবিয়ে ও ভেজাল খাদ্য প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোট অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সখীপুর পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে গুডলাক নামের একটি সামাজিক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এতে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতা কর্মী, নিউজ টাঙ্গাইল, জলসা সাংস্কৃতিক সংগঠন, আদিবাসী ছাত্র সংসদসহ সাংবাদিক, কবি সাহিত্যিক, ব্যবসায়ী ও সূধীজন অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-গুডলাক’র সভাপতি ফজলুল হক বাপপা, সাধারণ সম্পাদক মামুন হায়দার, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, জলসা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সজল, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র কুমার বর্মণ, কবি শাহআলম সানি প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -