মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে নির্যাতিতা কলেজ ছাত্রীকে আর্থিক অনুদান

সখীপুরে নির্যাতিতা কলেজ ছাত্রীকে আর্থিক অনুদান

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ৭ মাস ১৭ দিন আটকে রেখে চাচা কর্তৃক পাশবিক নির্যাতনের স্বীকার সেই কলেজ ছাত্রীকে আর্থিক অনুদান দিয়েছেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচি । বুধবার দুপুরে ব্র্যাকের সখীপুর শাখা কার্যালয়ে এ অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী প্রধান অতিথি হিসেবে ওই নির্যাতিতা কলেজ ছাত্রীর হাতে অনুদানের ৫ হাজার টাকা তুলে দেন। এ সময় ওই কলেজ ছাত্রীকে পুনরায় লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা বলে সকল প্রকার সাহায্যের আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা, প্রেসক্লাবের সম্পাদক এনামুল হক, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক শ্রী প্রদীপ লষ্কর, সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক লুইস গমেজ, উপজেলা ব্যবস্থাপক শামীমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -