নিউজ টাঙ্গাইল ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে ২শতাধিক পথ শিশুদের ইফতার করালেন জেলা ছাত্রলীগ নেতা। জেলা ছাত্রলীগে সদস্য খান রফিকের ব্যক্তিগত আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে পথ শিশুদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠি হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগে সদস্য খান রফিক বলেন, হতদরিদ্র, ছিন্নমূল ও পথশিশুরা সর্বদা রাস্তার পাশে সময় অতিবাহিত করে থাকেন। সমাজে অবহেলিত ওইসব বাচ্চাদের সাথে নিয়ে এই রমজানে ইফতারের আনন্দ আরও দিগুন করার জন্যই এ আয়োজন। সেই সাথে একটি দিনের জন্য হলেও আমরা তাদেরকে অবহেলিত শব্দটি থেকে বাইরে বের করে আনার চেষ্টা করি। এসময় তিনি দরিদ্র প্রতিবেশি ও পথ শিশুদের সহযোগিতা করার জন্য দেশবাসীকে আহব্বান জানান।