এম সাইফুল ইসলাম শাফলু:
‘সকল হাত এক করি-অন্যায্যতা নিরসন করি’ এই শ্লোগানে টাঙ্গাইলের সখীপুরে পল্লী সমাজের আপগ্রেড ঘোষনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পল্লী সমাজ সংগঠণের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পল্লী সমাজ সভাপ্রধান মোছা. নাছিমা বেগমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, তাহমিনা পারভীন মিনা, যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুল ইসলাম, শামীমা আক্তারসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের শতাধিক পল্লী সমাজের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।