শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন;  আসামীকে গ্রেফতারের দাবিতে লাঠি মিছিল

সখীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন;  আসামীকে গ্রেফতারের দাবিতে লাঠি মিছিল

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলমের হাতে খুঁটি ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) খুন হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই ওয়ার্ডের মৃত গটু মিয়ার ছেলে। এ ব্যাপারে নিহতের বড় ছেলে শামসুল আলম বাদী হয়ে শেখ জাহাঙ্গীর আলমকে একমাত্র আসামী করে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামীকে দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী সখীপুরে লাঠি মিছিল করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খুঁটি ব্যবসায়ী আবুল হোসেন বকেয়া টাকা চাইতে গেলে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্ধা শেখ বারেকের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম লোহার রড দিয়ে এলোপাথারী আঘাত করে গুরুতর আহত করে তাকে। আহত আবুল হোসেনেকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার বাদী শামসুল আলম তাঁর বাবার খুনিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সখীপুর থানার ওসি (তদন্ত) গোলাম হোসেন বলেন, লাশের শরীরে বেশ কয়েকস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে-অন্ডকোষে আঘাতের কারণেই আবুল হোসেনের মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -