এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৯ পথচারী আহত হয়েছেন। সোমবার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, সোমবার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সখীপুর- শালগ্রামপুর রোডের রেনাজ সিনেমা হল এলাকায় হেটে যাওয়ার সময় শিশু সিয়াম হাসান (৭), রিপা আক্তার (৬), রুপন্তি আক্তার (৭), রুবেল ডিজিট্যাল স্টুডিও’র কর্মচারী রাহাত (১৬), কেজিকে উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুমন (১৩)সহ নয় পথচারীকে ক্রমান্নয়ে একটি পাগলা কুকুরে কামরিয়ে আহত করে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.রাফিউল করিম খান বলেন, আহদের জলাতঙ্ক রোগের ভ্যাকসিনসহ প্রাথমিক সকল চিকিৎসা দেওয়া হয়েছে।