এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে আরেফিন রাতুল (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার চতল বাইদ ভাতকুড়াচালা কাফিয়া চৌধুরী তান্তা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র পুকুরে গোসল করতে গেলে এ দূর্ঘটনা। নিহত রাতুল হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া উত্তরপাড়া গ্রামের মো.হানিফ খানের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানায়,ওই মাদ্রাসার নতুন একটি পুকুরে দুপুর বেলায় গোসল করতে নামে তিন ছাত্র। গোসল করার সময় সাতার না জানায় রাতুল পানিতে ডুবে যায়। দু’জনের আতœচিৎকারে আশেপাশের লোকজন এসে মুমূর্ষ অবস্থয় রাতুলকে উদ্ধার করে। পরে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য ২০১৭ সালের মার্চ মাসেও ওই মাদ্রাসার পুকুরে ডুবে আরো একজন ছাত্রের মুত্যু।