সোমবার, অক্টোবর ৭, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

ইসমাইল হোসেন:
টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে সাদি সিকদার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদি ওই এলাকার হুমায়ুন সিকদারের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় সহপাঠীদের সাথে সাদি বাড়ির পাশের নদীতে খেলতে যায় । খেলা শেষে অন্য সহপাঠীরা বাড়িত ফিরলেও সাদি না ফেরায় তার স্বজনরা অনেক খোঁজাখোঁজি করে এক পর্যায়ে নদীতে তার লাশ ভেসে উঠতে দেখে। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাদির পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে আছে তার বাবা-মা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -