রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

ইসমাইল হোসেন:
টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাসমিন তালুকদার তারিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাসমিন ওই এলাকার মাসুদ তালুকদারের মেয়ে।
ওই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টায় তাসমিন খেলনা গাড়ি নিয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পা পিছলে পড়ে যায় । পরে দুপুর আড়াইটার দিকে খেলনা গাড়িটি পুকুরে ভেসে থাকতে দেখে ওই পুকুর থেকে তাসমিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাসমিনের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে আছে তার বাবা-মা।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -