রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

 

 

 

এম সাইফুল ইসলাম শাফলু :

টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে ফারুক হোসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফারুক ওই গ্রামের মো. শরীফুল ইসলামের ছেলে।

 

নিহতের পরিবার জানান, বুধবার দুপুরে প্রতিদিনের মতো ফারুক স্থানীয় রাবেয়া বড়শী (রা.) হাফেজিয়া মাদরাসায় পড়তে যায়। ছুটি শেষে বাড়ি ফিরে সহপাঠীদের সঙ্গে পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে এক পর্যায়ে পা পিচলে ফারুক পুকুরে পড়ে তুলিয়ে যায়। পরে সহপাঠীদের চিৎকারে স্থানীয় লোকজন শিশুটিকে অনেক খোঁজাখুজির পর উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফারুকের বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছে । এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

 

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -