নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং শিশুসহ ৬ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৫ জনে।
২০ জুলাই ( সোমবার) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আসমা আক্তার জানান, গত শনিবার উপজেলার ১৬জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দেন। সোমবার সকালে ওই ৬জনের ফলাফল করোনা পজিটিভ আসে। তাঁরা হচ্ছেন, গাজীপুর পুলিশ লাইনের উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান (৫৭), তাঁর মেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (২২), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা রায়হান ফকির (৩৫), গজারিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মালেক (৬৬), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক গৃহিনী (৫০) ও ওই গৃহিনীর নাতি রাফি আহমেদ (১)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, এ পর্যন্ত সখীপুর থেকে ৬৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সবকটির ফলাফলও হাতে এসেছে। এরমধ্যে ৫৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে বাড়িতে থেকেই ২১জন সুস্থ হয়েছেন।