এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে শনিবার দুপুরে পৌরটুল আদায় করাকে কেন্দ্র করে অটোরিক্সা ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল শেষে প্রায় দেড় ঘন্টা ঢাকা-সাগরদিঘী ও সখীপুর-সীডস্টোর সড়ক অবরোধ করে রাখে। এ সময় অটো সিএনজির মালিক ও শ্রমিকরা ক্ষতিপূরণসহ পৌরটুল বন্ধ এবং টুল আদায়কারি মোতালেব মিয়াকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
জানাযায়, শনিবার দুপুরে সখীপুর পোষ্ট অফিসের সামনে পৌরটুল আদায় করা নিয়ে প্রতিমা বংকী এলাকার অটোরিক্সা চালক আ. কদ্দুসের সাথে টুল আদায়কারি মোতালেব মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টুল আদায়কারি মোতালেব মিয়া হাতে থাকা লাঠি দিয়ে ওই অটোরিক্সার সামনের গ্লাস ভেঙে ফেলে। এ ঘটনায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। পরে পৌর মেয়র আবু হানিফ আজাদ পৌরটুল আদায় বন্ধ, অটোর ক্ষতিপূরণ ও মোতালেব মিয়াকে প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন ।