এম সাইফুল ইসলাম শাফলু :
সরকারি কোষাঘার থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দাবিতে অর্ধ দিবস কর্ম বিরতি পালন করেছেন টাঙ্গাইলের সখীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফেডারেশনের সম্পাদক হারুন আজাদ, পৌর সচিব কামরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাদ্দাম তালুকদার, বাদশাহ মিয়া। এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এবং বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদ আজাদ এ কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করেন।