শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeজাতীয়সখীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

সখীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

 

 

এম সাইফুল ইসলাম শাফলু  :
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘন্টাব্যাপি কর্মবিরতি পালন করেছেন। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পৌর কার্যালয়ের সামনে  এ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা সরকারি কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দাবি জানান। কর্মসূচি শেষে পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে পৌর সচিব কামরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাদশাহ মিয়া, উপজেলা পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের সম্পাদক হারুন আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -