এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্ত টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর ২৫ জন টিসি নিয়ে একই উপজেলার জমশের নগর ভিএস আই উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। নিয়ম অনুযায়ী ভর্তি হওয়া স্কুলের প্রধান শিক্ষকই শিক্ষার্থীদের বৃত্তির টাকা উত্তোলন করতে পারবেন। এ সুযোগে স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের স্কুলের ৫ জনসহ অন্য বিদ্যালয়ে চলে যাওয়া ২৫ শিক্ষার্থী তাদের স্কুলের দেখিয়ে গত জুনের ৩০ তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে বৃত্তি ও ষ্টাইপেডের বিল তৈরি করেন। পরে উপজেলা হিসাব রক্ষণ অফিসারের (এজি) সাক্ষর নিয়ে সোনালী ব্যাংক সখীপুর শাখা থেকে ৭৭ হাজার ৮২০ টাকা উত্তোলন করেন। এরপর কোনো শিক্ষার্থীকে সে টাকা দেননি। অন্যদিকে ভর্তি হওয়া স্কুলের প্রধান শিক্ষক হাসমত আলীও গত জুনের ৩০ তারিখে ওই শিক্ষার্থীর ২৫ জনের নামে বৃত্তির ৮১ হাজার ৫৭৫ টাকা উত্তোলন করেন। প্রধান শিক্ষক হাসমত আলী বলেন, উত্তোলন করা টাকা আমি যথা নিয়মে বৃত্তিপ্রাপ্তদের হাতে তুলে দিয়েছি। শিক্ষার্থীদের বৃত্তির টাকা উত্তোলনের কথা স্বীকার করে পূর্বের স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, টাকাগুলো ফেরত দেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, তদন্ত করে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে টাকাগুলো ফেরত দেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী বলেন, এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।