সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Homeজাতীয়সখীপুরে প্রবাস ফেরত স্বামীর সর্বস্ব নিয়ে রাতের আধারে স্ত্রী উধাও

সখীপুরে প্রবাস ফেরত স্বামীর সর্বস্ব নিয়ে রাতের আধারে স্ত্রী উধাও

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে প্রবাস ফেরত স্বামী আইন উদ্দিনের আনা ৫ ভরি স্বর্ণের গহনা ও নগদ তিন লাখ টাকা নিয়ে রাতের আধারে উধাও হয়েছে স্ত্রী কনিকা আক্তার (২৩)। মঙ্গলবার রাতে উপজেলার ঘেচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে স্বামী আইন উদ্দিন মিয়া বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর পূর্বে উপজেলার ঘেচুয়া গ্রামের মৃত মোল্লা মিয়ার ছেলে আইন উদ্দিনের সাথে পার্শ্ববতী মির্জাপুর উপজেলার পাথরঘাটা গ্রামের হোসেন মিয়া মেয়ে কনিকা আক্তারের বিয়ে হয়। এদের সংসারে আরবিয়া নামের ৫ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১৬ সালে স্বামী আইন উদ্দিন দুবাই চলে যান। বেশ কয়েকদিন ধরে বাসাইল উপজেলার রণি নামের এক ছেলের সাথে তাঁর স্ত্রীর পরকীয়ার খবর পান তিনি। পরে গত রোববার ১ মাসের ছুটিতে সে দেশে চলে আসেন। মঙ্গলবার রাতের খাবারের সময় পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে অচেতন করে ঘরের আলমারীতে থাকা ৫ ভরি স্বর্ণের গহণা ও নগদ তিন লাখ টাকা নিয়ে রাতের আধারে স্ত্রী কনিকা আক্তার একমাত্র মেয়ে আরবিয়াকে রেখে প্রেমিক রনির হাত ধরে পালিয়ে যান।
স্বামী আইন উদ্দিন বলেন, আমার সর্বস্ব নিয়ে গেছে তাতে আমার কোন আপছোছ নেই। মা হারা আমার অবুঝ মেয়েটির কান্না আমি থামাতে পারছিনা। আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -