বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
Homeজাতীয়সখীপুরে প্রশাসনের নাকের ডগায় ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে

সখীপুরে প্রশাসনের নাকের ডগায় ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে প্রশাসনের নাকের ডগায় লাবনী আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে এ বাল্যবিয়ের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিরিরচালা গ্রামের আবদুস সালামের ছেলে প্রবাস ফেরত সোহেল রানার (৩৫) সাথে সখীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের লাবু মিয়ার মেয়ে সখীপুর পিএম পাইলট বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী লাবনী আক্তার (১৩) বাল্যবিয়ে সম্পন্ন করা হয়। বাল্যবিয়ে বন্ধে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সখীপুর শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও মহিলা বিষয়ক কর্মকর্তাদের মোবাইল ফোনে জানানো হলে নৌকা ভ্রমণে সখীপুরের বাইরে আছেন বলে তাঁরা জানান।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -