এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৫৭ নং যাদবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে ২৩টি বিষাক্ত গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ক্লাশ চলাকালীন সময় ওই বিদ্যালয়ের অফিস কক্ষের ফাটল থেকে একে একে ১ থেকে দেড় ফিট লম্বা করে ২৩টি বিষাক্ত গোখরা সাপ বেরিয়ে আসে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হৈচৈ পড়ে যায়। পরে শিক্ষক ও এলাকাবাসী মিলে ওই সাপগুলো মেরে ফেলে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.নবাব আলী সিকদার বলেন,বৃহস্পতিবার দুপুরে সাপগুলো মারার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।