রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে প্রেমিকার আত্মহত্যার দুইদিন পর প্রেমিকের আত্মহত্যা

সখীপুরে প্রেমিকার আত্মহত্যার দুইদিন পর প্রেমিকের আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে প্রেমিকার আত্মহত্যার দুইদিন পর প্রেমিক সোহেল রানাও (২৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর রাতে উপজেলার কাকড়জান ইউনিয়নের বুড়িরচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই এলাকার মারফত আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানা যায়, প্রেম গঠিত কারণে গত বুধবার একই কায়দায় তার প্রেমিকা মালা আক্তার (১৭) আত্মহত্যা করে। প্রেমিকার বিরহ সইতে না পেরে দুই দিনের মাথায় শুক্রবার ভোররাতে ঘরের ধরনা সাথে রশি বেঁেধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে প্রেমিক সোহেল। মরার আগে সোহেল তার হাতে লেখা এক চিরকুটে লিখে যায়, “মালা তোমার কারণেই আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিলাম। আমার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ি নয়”।
স্থানীয় ইউপি মেম্বার দেলোয়ার হোসেন বলেন, সোহেল তার প্রেমিকাকে হারিয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, সোহেলের লেখা চিরকুট আর পরিবারের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদে প্রেম গঠিত কারণেই সোহেল আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -