এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় আটক করে প্রেমিক যুগলকে পুলিশে দিয়েছে জনতা। সোমবার রাতে উপজেলার বড়চওনা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে- প্রেমিক বড়চওনা গ্রামের বাবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২২) এবং প্রেমিকা এক সন্তানের জননী একই গ্রামের প্রবাসী ছফদর আলীর স্ত্রী নাজমা বেগম ( ৩২)। মঙ্গলবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে প্রতিবেশী জাহিদুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নাজমা বেগম। সোমবার রাত ৮টার দিকে প্রেমিক জাহিদুলের বাড়িতে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তাদেরকে প্রতিবেশীরা আটক করে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় রাতেই তাদেরকে পুলিশে সোপর্দ করে জনতা।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, অসামাজিক কার্যকলাপরত অবস্থায় প্রেমিক যুগলকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।