সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্রীর আত্মহত্যা

সখীপুরে ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্রীর আত্মহত্যা

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুরে মোছা. সাথী আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার নলুয়া পাহাড় কাঞ্চণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী ওই এলাকার হারুনুর রশীদের মেয়ে এবং স্থানীয় লাঙ্গুলীয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, সকালে সাথী তার ছোট বোনের সঙ্গে কথাকাটাকাটি করে। পরে সাথীর নানী সাথীকে শাসন করে বকাজকা করেন। এর কিছুক্ষণ পর সাথীর মা এসে দেখেন সাথীর লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, লাশ ময়না তদন্তের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -