মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্রীর আত্মহত্যা

সখীপুরে ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্রীর আত্মহত্যা

 
টাঙ্গাইলের সখীপুরে মোছা. শারমিন আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শনিবার উপজেলার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শারমিন ওই এলাকার আবুল হোসেনের মেয়ে এবং স্থানীয় বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শারমিন দীর্ঘ দিন ধরে পেটের ব্যথায় আক্রান্ত ছিল। ব্যথা সহ্য করতে না পেরে শারমিন মাঝে মধ্যেই আত্মহত্যা করবে বলে পরিবারের লোকজনকে বলত। এরই মাঝে গত শনিবার ব্যথা শুরে হলে শারমিন ওই দিন স্কুলে না গিয়ে ঘরে শুয়ে থাকে। এর কিছুক্ষণ পর শারমিনের মা এসে দেখেন শারমিনের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, রোববার লাশ ময়না তদন্তের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -