এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে সেকান্দার আলী (৩২) নামের এক প্রবাসী ফাঁসিতে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার দেবরাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেকান্দার আলী ওই গ্রামের বাবুল হোসেনের ছেলে।
জানা যায়, প্রায় বছর খানেক আগে সেকান্দার আলী অনেক দারদেনা করে সৌদি আরব যান। মাস খানেক আগে হঠাৎ করেই সে মানুষিকভাবে অসুস্থ্য হয়ে পড়ে। পরে চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করে কোম্পানি তাকে ১৫ দিন আগে দেশে পাঠিয়ে দেয়। মঙ্গলবার রাতে বাড়ি থেকে সে বাইরে হাটতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন সকালে বাড়ির পাশে একটি গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, বুধবার বিকেলে লাশ ময়না তদন্তের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।